মনে হতাশার গাছ


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
967

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মনে হতাশার গাছ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————

মানব অন্তরে হতাশার
বীজ রোপন করে দিলো
দেশের প্রধান না অন্য কেউ
বোঝা বড় দায়।
সে বীজ যেন মহিরুপে
পরিনতের দিকে অগ্রসর।
চাকরির লাইনে দাঁড়িয়ে
লক্ষ লক্ষ যুবক।
আশার আলোয় বুকবাধেঁ
যদি মিলে ,অন্ন জুটিবে
কিছু লোকের ।
তবে যখন নির্ধারিত তারিখ
পরিবর্তন হতে থাকে
মনে হতাশার বীজ
অঙ্কুরিত হতে থাকে
ধীরে ধীরে মহিরুপে
পরিনতের দিকে ধাবিত।
ঐ বৃক্ষের ছায়া তলে
পড়ে পরিবারের সদস্যগন।
ঐ ছায়া পরিবেশের
গাছের ছায়ার মত
হৃদয় জুড়িয়ে তুলেনা।
জ্বালিয়ে তুলে হৃদয়ে বেদনার আগুন।
তার বহিঃপ্রকাশ চোখের
কিনারা হতে জল পড়ে
টপ টপ টপ করে।
ভয়ে সন্ত্রস্ত হয় পরে
মিলিবেকি অন্ন বস্ত্র বাসস্থান।
কে আছো মহান আনো কুড়ুল
ঐ হতাশার বৃক্ষ কেটে ফেলে
সাধারণ মানুষের মনে
খুশির আলো আনয়ন করো।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট