দূরদর্শন পত্রিকা ফেসবুক


বুধবার,২৬/০৭/২০১৭
825

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

দূরদর্শন পত্রিকা ফেসবুক
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————–

দূরদর্শন পত্রিকা ফেসবুক তুমি অন্ধকারে
জ্ঞানের আলো আনোয়নকারী
অজ্ঞাত বিষয়কে জ্ঞাত করে তোলো
মানব মাঝারে।
কত দুঃখ দরিদ্র অসহায় মানবের
পাশে থেকে প্রতিবাদ করো
তাদের প্রতি হওয়া লাঞ্ছনা অবিচারের কারনে।
কত মানবের মনে খুশির আলো আনোয়ন করো
তাকে প্রকাশ করে প্রস্ফুটিত ফুলের মত করে
দুনিয়া মাঝারে।
কতক ঘৃনিত অপরাধীর মুখোশ
খুলে দাও মানবের সম্মুখে।
তবুও ধরণীর মাঝে রয়েছে
অনেক অপরিস্ফুটিত ফুল।
যাদের নিকটে পৌঁছায়নি এখনো
তোমাদের ঐ জ্ঞানের আলো
সূর্যের আলোর মত করে
ধরণীর প্রতিটি কোনায় কোনায়।
তাই সুপ্ত রয়েছে এখনো অনেক ফুল।
কতক অসহায় ক্রন্দনরত রয়েছে
ধরণীর কোনো এক কোনে
তার পাশে দাঁড়ানোর কেউ নেই।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট