রোমান্টিক স্মৃতি


মঙ্গলবার,২৫/০৭/২০১৭
1024

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

রোমান্টিক স্মৃতি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————–

কৃষ্ণনাথ কলেজের ঐ গঙ্গার ধারের কথায়
আজও শরীর মনে শিহরন জেগে উঠে।
তুমি আসিতে ঐ কৃষ্ণচুড়ার নিচে
অপেক্ষায় বসে রইতে আমার কারনে।
শুনে আনন্দের ঢেউ উঠিত মনে
রক্তের মধ্যে এক স্রোত বয়ে যেত
ঐ নদীর জলের মত করে।
সেই সুন্দর কাজল কালো চোখ হইতে
দৃষ্টি ফিরানো অতি কঠিন
আজও মনে আনন্দো আনোয়ন করে তাহা ভেবে ভেবে।
গত কয়েক বছর অতিবাহিত
কাজের সন্ধানে বহু দূরে যাওয়ার কারনে।
ফিরে যেই আসি কৃষ্ণনাথ কলেজের
পথের মধ্য দিয়ে দেখি কৃষ্ণচুড়া গাছটি
দাঁড়িয়ে আছে আঁকড়ে ধরে
সেই পুরানো দিনের স্মৃতি গুলি।
আমায় দেখে যেন কৃষ্ণচুড়া ফুল ঝরে পড়ে
যেন চিনতে পেরেছে সেই পুরানো ছেলেটিকে।
ডাকে কবে আসিবে আমার ছায়াতলে
সেই রোমান্টিক স্মৃতি তৈরি করিতে।
আমাকে কহে নদীর জল
আর পাখি গুলো তোমাদের কথা সারাক্ষন।
কহিলাম তারে বয়স হয়েছে
নতুন ছেলে মেয়েরা বসিবে এখন
তোমার ঐ ছায়া তলে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট