ফেসবুক ভাইরাল : গিনেস বুকে রেকর্ড করতে চান ?


মঙ্গলবার,২৫/০৭/২০১৭
1036

‌ডি‌জিটাল ডেক্স---

গিনেস বুকে রেকর্ড করতে চান?
খুব সহজেই পারবেন।

২ মিনিট লাগবে পড়ে ফেলুন।

আজ ব্যাক্তিগত ভাবে একটা বুদ্ধি দেব আপনাকে।

বিভিন্ন ভাবে রেকর্ড করা যায়।

আসুন আমরা আমাদের দেশের জন্য একটা রেকর্ড গড়ে তুলি।
আসছে ১৫ ই আগষ্ট আমরা সবাই নিজের প্রোফাইল পিকচারে নিজের ছবির জায়গা মাত্র ১ টা দিনের জন্য ভারতীয় পতাকার ছবিটা পোষ্ট করি।

প্রতিদিন কে কতগুলো ছবি আপলোড করে তার একটা হিসাব থাকে।

আমরা সকল ভারতবাসী যদি ১৫ আগষ্টে ভারতের পতাকার ছবি দেই, তবে ভারতের ফেসবুকে ওই দিন শুধু আমাদের জাতীয় পতাকা ছাড়া আর কিছুই দেখা যাবে না।

একদিনে যদি কয়েক লক্ষ ভারতীয় পতাকা পোষ্ট হয় আর সেটা যদি কর্তৃপক্ষের নজরে পড়ে তবে আমাদের ভারতের জাতীয় পতাকা একটা বিষেশ জায়গায় স্থান পাবে।

একটা দিন কি নিজের ছবির জায়গা পতাকার ছবি দিতে পারবেন না?

রেকর্ড করা লাগবে না,দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য অন্তত কাজ টা করুন।

আপনি হয়তো মজা মনে করে আমার কথাটা উড়িয়ে দেবেন।

কিন্তু একবার মন থেকে ভেবে দেখবেন।
প্রোফাইল পিকচার চেঞ্জ করলে আপনার বিন্দুমাত্র ক্ষতি হবে না।

আপনি করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।

যারা আমার কথায় একমত তারা কমেন্টে ” Yes” লিখে এই পোষ্ট Share করে সর্বত্র ছড়িয়ে দিন।

আপনার একটি শেয়ারে এই পোষ্ট বহু মানুষের কাছে পৌছে যাবে।

.
.
.
.
Like & share
Joy hind
( ফেসবুক ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , ফেসবু‌কের বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট