উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে রাজারহাট চৈৗমাথা পর্যন্ত প্রায় ২৫ কিমি রাস্তার বেহাল দশা । রাস্তার অবস্থা এমন খারাপ যে ৩০ মিনিটের রাস্থা পার করতে সময় লাগে প্রায় ২ ঘন্টা । রাস্থার উপর এত বড় বড় গর্ত যে বর্ষার সময়ে মাছ চাষ করা যেতে পারে অতি সহজেই । ৯১A ও হাড়োয়া ডানকুনি এই দুটি বাস সার্ভিস চলে হাড়োয়া থেকে কলকাতার মধ্যে । প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে এই অঞ্চলের অধিবাসিদের চলাচল করতে হয় ।
যে কোন সময় বাস, অটো, বা অন্যান্ন গাড়ী উলটে বিপদ ঘটতে পারে । মাস ছয়েক অাগে রাস্তার বিভিন্ন স্থানে কিছু পাথরের স্লাব দিয়ে উটের পিঠের মতো উঁচু করলেও তার পরবর্তি সময়ে কোন কাজই হয়নি । বছরের পর বছর অতি গুরত্বি পূর্ন রাস্থার এর খারাপ দশার জন্য এখান কার জনগনের মধ্যে ক্ষোভ বাড়ছে ।