উত্তর ২৪ পরগনা জেলার রঘুনাথপুর, বসিরহাট টাকি রোড়ের ধারে সোনা হোটেল অতি পরিচিত একটি নাম । প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পযর্ন্ত লোকজনের ভিড়ে মুখরিত থাকে সোনা হোটেল । বর্তমানে সোনা হেটেলের যে বিশাল বিল্ডিং টি অাছে সেটি হোটেল শুরু হওয়ার প্রথম থেকে এত বড় ছিল না । সোনা হোটেলের যাত্রা শুরু হয় অাজ থেকে প্রায় ২২ বছর অাগে । তখন ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো ছিল । পরবর্তীতে ধাপে ধাপে উন্নতি ঘটে । সোনা সোনা হোটেলের বন্ধুত্বপূর্ন পরিবেশ সবাইকে মুগ্ধ করে । টাকি মেন রোডের ধারে হওয়ায় রাস্তা চলতি অনেকেই গাড়ি থামিয়ে খাওয়ার মজা উপভোগ করতে অাসেন । সোনা হোটেলের সামনে অানেকটা ফাঁকা জায়গা থাকায় গাড়ি পর্কিং এর কোন অসুবিধা নেই ।
সোনা হোটেলের মধ্যে ঢ়ুকলে চোখে পড়বে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ । সোনা হোটেলের মধ্যের একটি অংশ শীততাপ নিয়ন্ত্রিত । সোনা হোটেলের সকল স্টাফদের ভূমিকা অাপনাকে মুগ্ধ করবেই । সোনা হোটেল অাগে বিখ্যাত ছিল ভালো “চায়ের” জন্যে, পরবর্তীতে “তরকা রুটির” জন্য খ্যাতি লাভ করে । এছাড়াও মেনুর মধ্যে বিরিয়ানী, চাইনিজ, সি ফুড, উল্লেখযোগ্য ।