অসহায় দরিদ্র মানব


সোমবার,২৪/০৭/২০১৭
906

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

অসহায় দরিদ্র মানব
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

——————————————-

বর্ষার আগমনে বহু গ্রাম
চলে যায় জলের তলে।
ক্ষতি হয় বহু ঘর বাড়ি
খেত খামারের ফসল।
অসহায় মানবের চোখে ঝরে জল
তাদের মনের সপ্নের ঘরবাড়ি
জিনিসপত্র ভেঙে যায় ঐ
বালির বাঁধের মত করে।
দাঁড়িয়ে দেখে দুই নয়নে অশ্রু নিয়ে।
কখনো প্রাণ বাচাঁনো হয়ে যায় মহামুশকিল ।
ম্লান মুখে করুন নয়নে চেয়ে থাকে
আকাশের দিকে প্রার্থনা করে ঈশ্বরের নিকটে।
কবে আসিবে মহান জননেতা
করিবে জল নিস্কাশনের ভালো ব্যাবস্থা
যাতে ঘরবাড়ি খেত খামার যাবেনা জলের তলে।
অসহায় মানবের চোখের জলের
পরিবর্তে দেখা যাবে সুন্দর মুসকান
পূর্ণিনার চাঁদের মত করে।
হাইরে মোদের পোড়া কপাল
বেঁচে থাকা বড়োদায়
জন্মেছি ধরণীতে দরিদ্রের ঘরে
তাই তৈরী করতে পারিনা
সুন্দর অট্টালিকা ঐ শহরের প্রান্তরে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট