ক্রিকেট


রবিবার,২৩/০৭/২০১৭
819

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

ক্রিকেট
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————————

আমাদের দেশে অধিক রয়েছে ক্রীড়াপ্রেমী
তারা দেখে মনের আনন্দে 
ফুটবল ক্রিকেট কাবাডি
আরও অনেক খেলা।
তবে উল্লাসে মাতোয়ারা ছেলে মেয়েদের দল
ক্রিকেটের আনন্দে।
তাই পরিনতির দিকে অগ্রসর
প্রিয় খেলা ক্রিকেট জনগনের নিকটে।
পাড়ার ছেলে মেয়েদের দল খেলে ক্রিকেট
মাঠে বাগানে বাড়ির আসে পাশের রাস্তাতে।
হেসে খেলে প্রতিযোগিতা করে
এক দলের সহিত অন্য দল।
মেয়েরা নই পিছিয়ে কোনো খেলাতে ।
তারাও ক্রিকেট খেলে মনের আনন্দে
তবে সহযোগিতার প্রয়োজন তাদের মাঝে ।
সমখেলায় কাউকে লক্ষ কাউকে কোটি প্রদান
উচিত নয় কখনো।
মেয়েরাও খেলে দেশের জন্য
তবে কেনো অবহেলা তাদের প্রতি
সমসুযোগ প্রদানে ছেলেদের মত করে।
একটু অবহেলার কারনে বিশ্বকাপ
চলে যেতে পারে হাত থেকে।
দুঃখ আসিবে তখন মনে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট