বর্ষার দিনে প্রার্থনা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
————————————————–
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
মেঘ ডাকে কড় কড়
বিদ্যুতের ঝলকানিতে
মনে আতঙ্কের সৃষ্টি।
গঙ্গা নদীর দুইকূল পূর্ন হয়ে
বয়ে চলেছে বিপদসীমার উপরে
ঐ সাগরের দিকে।
তাই দরিদ্র অসহায় মানব
ভয়ে কম্পিত।
2000 সালের মত গঙ্গামাতা
চলে না আসে প্রতিটি
বাড়ির প্রাঙ্গনে।
পাছে রাগান্বিত হলে
করিবে তান্ডব।
ভেঙে গুড়িয়ে ভাসিয়ে নিয়ে যাবে
ঘর বাড়ি ,ফসল সহ বহু কিছু
ঐ সাগরের গভীরে।
তাই প্রার্থনা আল্লাহ,কারও বরুন পবন
সহ বহু দেবতার নিকটে
জাহ্নবী যেন শান্ত থাকে
এই ভয়ানক বর্ষার দিনে।
——————————————
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9830710980 )