শিক্ষার মূল্যায়ন


বুধবার,১৯/০৭/২০১৭
857

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

শিক্ষার মূল্যায়ন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————————

শিক্ষার আলোয় দূরীভূত হয় কুসংস্কার
মনের অন্ধকার
আর ও অনেক কিছু।
গড়তে সাহায্য করে দেশের ভবিষ্যৎ।
তবুও প্রশ্ন জাগে মনে মনে?
শিক্ষা গ্রহণের প্রাঙ্গনে ভেদাভেদের আগুন জ্বলে।
স্কুল ,মাদ্রাসা,আন এডেড মাদ্রাসা
আরো অনেক কিছু।
তাই মনে জিজ্ঞাসা?
সকল ছেলে মেয়েদের সমশ্রেণীতে
মূল্যায়ন একই প্রশ্নে করা উচিত নয় কি?
কেউ দেখি মাদ্রাসা বোর্ড ,কেউ দেখি স্কুল বোর্ড
আরও অনেক কিছু।
প্রশ্ন হইতে পারে বাংলায় ,ইংরেজিতে
আরও অনেক ভাষায়।
তবে প্রশ্ন একই হওয়া উচিত নয় কি?
তাই মনে মনে প্রশ্ন জাগে?
আমরা কি তাদের মনে
ভেদাভেদের বীজ রোপন করি নাই?
শিক্ষার প্রাঙ্গন হইতে?
তবে কেমনে আশা করিবো
তাদের হইতে গড়বে সমাজ
ঐ ভবিষ্যতে ভেদাভেদ ব্যাতিরেখে ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট