সময়ের গুরুত্ব


মঙ্গলবার,১৮/০৭/২০১৭
935

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

সময়ের গুরুত্ব
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————

সময়ের কর্ম সময়ে করো বন্ধু
সময় অতি বাহিত হলে
করিতে হবে হা হুতাশ
ফিরে পাবেনা কখনো ঐ হারানো দিনগুলো।
কচি বয়সের কত আশা কত স্বপ্ন
অবহেলার কারনে ফেলে আসা দিনগুলো
ফিরে নাই কভু যৌবনের দিনে।
কচি বয়সের খেলার সাথী ফেলে আসি
তারাতো এখন যৌবনে পদার্পন
খেলিবো এখন কার সাথে ঐ
কচি বয়সের খেলা।
আমিওতো এখন যৌবনে পদার্পন
তাই হারিয়ে গেলো ঐ দিনগুলো।
দেখতে দেখতে কেটে গেলো যৌবন
ঐ ভবিষ্যতের স্বপ্নের কারনে
অর্থের লোভের বশবর্তী হয়ে
হারিয়ে গেলো কত মনের বাসনা
আর কত ভালোবাসা ।
পৌঁছে এখন বৃদ্ধকালে
দেখি স্বপ্ন ছেলে মেয়েদের
হঠাৎ কখন মৃত্যুর ডাকে
ছেড়ে চলে যেতে হবে
এই সুন্দর ভুবন হতে।
হা হুতাশ করে ভাবি
কি করিলাম মোর জীবনে
সময়কে অবহেলা করে।
বাল্য,যৌবন হারিয়ে এলাম বৃদ্ধকালে
সেটাও হারাতে চলেছি এখন
হাইরে মোর পোড়া কপাল ।
সময়ের কর্ম সময়ে করো বন্ধু
নইলে করিতে হবে হা হুতাশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট