সুন্দর
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
—————————————————
সুন্দরের জয়গান লয়ে
গাহি মোরা গান।
গোলাপ সুন্দর
তুমি সুন্দর তোমার কাছে
অপরের তুলনায়।
সুন্দর আছে অনেক কিছু
যদি লাগে তোমার কাছে ভালো।
সুন্দর তোমার কাছে হতে পারে অন্য কিছু
তবে অধিক সুন্দর পৃথিবীতে
তোমার মা।
ধর্মে রয়েছে সুন্দর
নবী সুন্দর ,প্রিয় সুন্দর
ইউসুফ, হজরত মোহাম্মদ (সাঃ)।
কৃষ্ণ সুন্দর ,বিষ্ণু সুন্দর।
সুন্দর আরো অনেকে
যদি লাগে তোমার কাছে ভালো।
তবে সুন্দরের সুন্দর
তুমি অপরূপ তুমি মহীয়ান
তুমি রব্বুল আ’লামীন
তোমার উপর নাহি কেও
প্রভু,তুমি আল্লাহ
কেও কহে ভগবান
কেও বা ঈশ্বর।