ঘুড়ি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
—————————————————————
নীল গগনের কোলে
ঘুড়ি কেটে চলে
ঐ পূর্ব গগনের দিকে।
কচি ছেলের দল ছুটে চলেছে
ঐ ঘুড়িকে লক্ষ্য করে।
মাঠ,বন বাদাড় পার হয়ে
প্রাণ পন ছুটি চলে
ঐ কেটে যাওয়া ঘুড়ির আকর্ষনে।
তবে শেষে মিলে নাই কারো
ঐ ঘুড়িখানি।
এতো পরিশ্রমের পরে
ছিড়ে যায় সবার টানাটানির কারনে ।
তবুও হতাশার ছাপটুকু
দেখা যায়নি কারও মুখমণ্ডলে।
কেবলি সুন্দর মুসকান ছিল
সবার মুখে।
প্রাপ্তবয়স কালে কোনো কারনে
হতাশ হয়ে পড়ি সকলে।
মুসকানের লেসটুকু
লুকিয়ে পড়ে কোন বনে।
তাই মনে পড়ে ঐ
উড়ন্ত ঘুড়ি দেখে দেখে
ফিরে যেতে চাই
ঘুড়ি উড়ানোর দিনে।