মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ (সাহিত্য / কবিতা)


বৃহস্পতিবার,১৩/০৭/২০১৭
903

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————

মোদের গর্ব মোদের আসা
আমাদেরি ভারতবর্ষ।
তাহার মাঝে রয়েছে
সেজে ভিন্ন ধর্ম,ভিন্ন বর্ণ
ভিন্ন ভাষার অধিবাসী।
সবার জন্য রয়েছে সেথায়
সংবিধানের সুন্দর নিয়ামবলী।
সবার জন্য সমান অধিকার
রয়েছে মত প্রকাশের বাক্ স্বাধীনতা খানি।
তাইতো দেখি মানব কহে
প্রানখুলে
মুক্ত ভারতের সংবিধানের বলে।
তবে প্রশ্ন জাগে মনে
কাওকে আঘাত দানের
কইতে পারি কি কথা ?
কইতে পারি দাঙ্গা
ষড়যন্ত্র মূলক কথা
যাতে দেশের ক্ষতি হবে?
পারিবোনা কখনোই মনেতো লাগে।
যতই হও তুমি নোবেল জয়ী
ভারত রত্নের অধিকারী।
তোমার কথার কারনে
দাঙ্গা যদি লাগে দেশে।
যদি কহ কটু কথা দেশের লাগি
তবে কি হস্তক্ষেপ হবেনা তখন?
তবে প্রশ্ন করে বসে
মত প্রকাশের স্বাধীনতায়
হস্তক্ষেপ করা হচ্ছে কেন?
ওহে নির্বোধ কে দিয়েছে অধিকার তোমায়
দেশ বিরোধী কথা আর শ্লোগান দিতে।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট