ইন্টার‌নেটহীন উত্তর ২৪ পরগনা


মঙ্গলবার,১১/০৭/২০১৭
887

রাজু অালম---

উত্তর ২৪ পরগনার বিস্তীর্ন এলাকা জুড়ে দীর্ঘ ৭ দিন ধরে ইন্টার‌নেট প‌রি‌সেবা বন্ধ । ঘটনার সূত্রপাত বাদু‌ড়িয়ার এক কিশ‌রের ফেসবু‌কে এক‌টি অাপ‌ত্তিকর ছ‌বি পোষ্ট করা‌কে কেন্দ্র ক‌রে । প্রশাসন সু‌ত্রে খবর পোষ্ট‌টি যা‌তে সাধারন মানু‌ষের ম‌ধ্যে না ছ‌ড়ি‌য়ে প‌ড়ে , তার জন্য এই অসাধারন পদ‌ক্ষেপ ! বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি সম্পূর্ন শান্ত কিন্তু ক‌বে ইন্টার‌নেট প‌রি‌সেবা মিল‌বে তার সদ্যুত্তর প্রশাসন এর কা‌ছে নেই । ইন্টার‌নেট প‌রি‌সেবা না থাকার জন্য ব্যাঙ্ক, হাসপাতাল, বি‌ভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি অ‌ফি‌সের নিত্য দি‌নের প‌রি‌সেবা সম্পর্ন রু‌পে বন্ধ কারন এখন সমস্ত ক্ষে‌ত্রে ইন্টার‌নেট নির্ভর । এছাড়াও ছোট ব‌ড়ো ব্যবসায়ী ও সাধারন মানু‌ষের ম‌ধ্যে ইন্টারনেট প‌রি‌সেবা না মেলায় দিন দিন ক্ষোভ বাড়‌ছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট