সবই তো ফ্রি তা বিল কেন হবে? কল করা, ডেটা করা, ভিডিও কল, ম্যাসেজ করা সবই তো ফ্রি। অন্তত ৩১ ডিসেম্বর পর্যন্ত তো বটেই। কিন্তু একি ঘটল আইনুদ্দিন মন্ডল বাবুর সাথে। তিনি কলকাতার বাসিন্দা। তিনি রিলায়েন্সের জিও এর সব অফার দারুন বলে সিমটি নিয়ে ব্যবহার করতে শুরু করলেন তিনি সিমটি ব্যবহার করছেন বেশ কয়েকদিন এরই মধ্যে তিনি ৫৫৬ জিবি ব্যবহার করেফেলেছেন । কিন্তু তিনি পেয়ে গেলেন বিল।
কিন্তু কেন বিল কেন । রিলায়িন্স জিও সিম তো ফ্রি অফার তাহলে এই বিল কেন? তাও সেটা ২৭ হাজার টাকা। কিন্তু রিলায়িন্স জিও কোম্পানি বলছে বীলটি কার সাজী করা হয়েছে। ফটোসপ এডিটার করে করেছে এটা। বিল টি নকল বা জাল এটি পরিস্কার জানিয়েছে রিলায়িন্স জিও কোম্পানী।
মাথায় হাত! জিও ব্যবহারে বিল এখন ২৭ হাজার টাকা
সোমবার,০৩/০৭/২০১৭
1344