মোবাইল ফোন দিয়ে নতুন ২০০০ টাকার নোট স্ক্যান করলেই মোবাইলের পর্দায় ফুটে উঠছে নরেন্দ্র মোদীর ভাষন । এই খবরটি কিছু দিনের মধ্যেই ভাইরাল বিভিন্ন সোস্যাল মিডিয়ায়। এটি আসলে একটি মোবাইল এ্যাপ, যা কেবলমাত্র কৌতুক হিসাবে তৈরী করা হয়েছে। এ্যাপটির নাম “মোদী নোট”। এ্যাপটি এমনভাবে তৈরী করা হয়েছে যে সাধারণ মানুষ ভাববে ২০০০ টাকার নোটে এমন কোন টেকনোলজি আছে যা স্ক্যান করলে মোদীজীর সেই ভাষণ শুরু হয়ে যাবে। আসল সত্যটা অন্য। এ্যাপটি যেকোনো কিছুর উপর স্ক্যান করলেই ভিডিওটি ফুটে উঠবে। এটিকে বলা হয় Prank App ।
এ্যাপটি ইতিমধ্যে ৫০০ হাজারবার ডাউনলোড হয়েছে, যা ইতিমধ্যে একটি রেকড।
২০০০ টাকার নতুন নোটে নরেন্দ্র মোদীর ভিডিও
সোমবার,২১/১১/২০১৬
6637