হাড়োয়া থেকে কলকাতা ধর্মতলা বাস উদ্বোধন


সোমবার,২১/১১/২০১৬
1398

১৮-১১-২০১৬ তারিখে উদ্বোধন হল হাড়োয় থেকে ধর্মতলা বাসরুট। এই উদ্বোধন -এ উপস্থিত ছিলেন হাড়োয়া এম.এল.এ জনাব হাজী নুরুল ইসলাম সাহেব মহাশয়, হাড়োয়া বি.ডি.ও অফিসের জয়েন্ট বি.ডি.ও সাহেব। হাড়োয়া থানার ওসি এবং হাড়োয়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ। এই বাসটি বসিরহাট থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভায়া হাড়োয়া হয়ে। সাধারন মানুষের কাছে জানতে চাওয়ায় তারা বলেন যে এই বাসটি চালু হওয়ার ফলে তাদের খুব উপকার হয়েছে। এবার এই বাসের মাধ্যমে ব্যবসায়িক যাতায়াত ও চাকরি জীবি যাতায়াত এর খুব সহায়তা হবে। এই বাসাটির নম্বর ঊ৪২ ।  এই বসিরহাট থেকে ছাড়বে হাড়োয়া হয়ে লাউহাটি, রাজারহাট, ধর্মতলা পর্যন্ত যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট