বর্তমান সময়ে ডিজিটাল ইন্ডিয়া শব্দটির সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিচিত নন এমন অনেকেই আছেন।
ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন মার্কেটিং কে বলা হয়। এখন প্রশ্ন “অনলাইন” মার্কেটিং বলতে কী বোঝায় ? অনলাইন মার্কেটিং বলতে বোঝায়
ইন্টারনেট এর মাধম্যে যেকোনো পণ্য ও সার্ভিস সম্বন্ধে প্রচার বা মার্কেটিং করে থাকা। মার্কেটিং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কোনো একটি পণ্যকে বাজারজাত করতে হলে তার মার্কেটিং করা খুবই প্রয়োজন, যার সাহায্যে সাধারন মানুষের সেই পণ্যটি সম্পর্কে জানতে পারে। কোনো একটি পণ্য মার্কেটিং এর জন্যে ব্যানার,পোষ্টার বা হোডিং আমাদের চোখে পড়ে। উক্ত মাধ্যম গুলিকে বলা হয় “অফলাইন মার্কেটিং”। আর কোনো পণ্যকে যখন ইন্টারনেটের সাহায্যে তার ছবি,বিষয়বস্তু,কার্যকারিতা প্রচার করা হয়। তাকে বলে “অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং”। ডিজিটাল
মার্কেটিং বিভিন্নভাবে করা হয়। যেমন -E-mail মার্কেটিং,Social Mediaমার্কেটিং, Whats App মার্কেটিং, SMS মার্কেটিং,Google Adsence মার্কেটিং,Classified মার্কেটিং, Youtube মার্কেটিং ইত্যাদি। পরের পর্বে আমরা উক্ত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচোনা করবো।
রাজু আলম
চেয়ারম্যান
ন্যাশনাল ইনস্টিটিউট অফ্ ডিজিটাল এডুকেশন