শান্তির সন্ধানে


সোমবার,২১/১১/২০১৬
910

শীর্ষ মুধুর স্বৈরিণী হে,

ভ্রু-নৃত্যে তোমার বিশ্বরূপ দেখবো বলে
নিটোল তনুতে তোমার ঘষা লাগা বেহুদা প্যাশনে সাজাই
ক্রোড়ে জমিয়েছ যে তেপান্তরী ভ্রম,
প্রিয় নারী আমার তার খোঁজে পৌছে যাবো অষ্টম
এক স্বর্গতে ঠিকঠিক

অমৃতের সন্ধ্যানে
তোমার চুলে হাত রেখে চলে যাব
অচেনা মালয় সাগরে, যেখানে কালীদহে পদ্ম ফোটে রোজ
দ্বীপ থেকে দ্বীপের অন্তরে
শুধু নৌকো চোখে চোখ রেখে সৃজন করে নেব
যৌনতোয়া বন।

নব বনলতা তুমি
আর একটু সময় দাও
নব মহাভারত লিখব আমি
আমি ক্লান্ত , তৃষ্ণার্ত পথের মুসাফির
তোমার পালক অনুর স্পর্শে , ঘুঙুর নাচা মায়া শব্দে,
জিরিয়ে ভিজিয়ে মৌতাতে দোলাতে চাই
এ মানচিত্র ফাটা যৌবন
রামধনু রঙে বাউলে সুরে দেহ জুড়িয়ে
শুধু দু দন্ড শান্তির শয্যায় নব বিশ্ব সৃজন করো একবার

লেখক –
সুজাউদ্দিন সেখ
আলিয়া বিশ্ববিদ্যালয়
বাংলা ও সাহিত্য বিভাগ
এম.এ দ্বিতীয় বর্ষ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট