হাওয়া খেতে গিয়ে নৌকাতে ডুবে মৃত্যু


মঙ্গলবার,০৮/০৩/২০১৬
901

বন্ধূরা বেরিয়ে ছিল নদীর হাওয়া খেতে। বন্ধু ছিল তিনজন । কিন্তু খানিকটা যাওয়ার পর তাদের চোখে পড়ল নৌকাতে আছে বড় ফুটো সেই ফুটো দিয়ে খুবই জোর দিয়ে জল ঢুকছে হু হু করে।
তাড়াতাড়ি দাড় টেনে তারা ফিরতে চেয়েছিল ঘাটে। অবশেষে নৌকার খোল জলে ভরতি হয়ে যাওয়ার ফলে তারা জলে ঝাঁপ মারল নৌকা থেকে। কিন্তু তিনজনের মধ্যে একজন সাঁতার জানত সে কোনো রকমে কিনারা পেল । কিন্তু অপর দুজন আর ফিরল না। অপর দুজনের মধ্যে এক সাঁতার জানত কিন্তু গ্রামবাসীদের অনুমান সাঁতার না জানা ছেলেটি সাঁতার জানা ছেলেটিকে আঁকড়ে ধরেছিল বলে তাতেই এই বিপদ ঘটায়। কিনারাতে দাড়িয়ে চিৎকার করে লোক ডাকার খুবই চেষ্টা করেছিল ছেলেটি। সে ছুটে গিয়ে গ্রামবাসীদের খবর দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তিরিশ মিনিট পর তাদের জলের তলা থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে , গোপালনগর থানার কানাপুকুর এলাকার ইছামতি নদীতে। পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রজু তদন্ত শুরু করেছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট