জনসন এন্ড জনসন পাউডার থেকে ক্যান্সার


শুক্রবার,২৬/০২/২০১৬
5759

জনসন এন্ড জনসন ট্যালকাম পাউডার ব্যবহার করে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম জ্যাক ফক্স , বয়স ৬২ বছর। তিনি নিয়মিত ৫০ বছর ধরে এই ট্যালকম পাউডারটি ব্যবহার করছেন। জ্যাকির পরিবার অভিাযোগ করেন এই ট্যালকাম পাউডার ব্যবহার করে জ্যাকির মৃত্যু হয়েছে। বিশ্বের বৃহত্তম হেলথ কেয়ার ফার্মকে ৭২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট লুইয়েসের আদালত জনসন এন্ড জনসনকে জরিমানার নির্দেশ দেয়। কিন্তু জনসন এন্ড জনসন কৃর্তপক্ষ অস্বীকার করেছেন এই অভিযোগ। তিনি দাবী করেছেন তাদের সব প্রড্যাক্ট সুরক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হেলথ কেয়ার ফার্মের নামে ১০০০ টি মামলা চলছে। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছেন  প্রড্যাক্টটি ক্যান্সারের কারণ কিনা তারা নিশ্চিত নন। গবেষকরা এই নিয়ে দ্বিধা করছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট