রবিবার মধ্য কলকাতায় বিকালে এশিয়া কাপের জন্যে বাংলাদেশের যাওয়ার আগে
এক সাংবাদিক বৈঠকে প্রশ্নটা উঠতেই খুবই রেগে গেলেন ভারতী ক্যাপটেন ধোনি
তিনি রেগে গিয়ে বললেন “ আপনারা বরং এই প্রশ্নটা নিয়ে আমাকে একটি চিঠি
লিখুন। তাতে আমাকে কেন অবসর নেওয়া উচিত তার কারণ দেখাতে হবে।
আপনাদের প্রশ্ন কারার অধিকার থাকলেও সব রকম প্রশ্ন আপনারা করতে পারেন না বোধ হয়।
কেন,কী তা ভেবে প্রশ্ন করুন।” টেস্ট সিরিজ চলাকালীন ২০১৪ অস্ট্রেলিয়ায় হঠাৎ অবসর ঘোষণার
পরই তিনি ওয়ানডে তে বিদায় জানাবেন?
রেগে গেলেন ধোনি প্রশ্নটা ছিল অবসর নিয়ে
সোমবার,২২/০২/২০১৬
1148