‘রঈস’-এর শ্যুটিং করতে পারবেন না শাহরুখ


বৃহস্পতিবার,২৮/০১/২০১৬
855

১৫ দিনের জন্য ‘রঈস’-এর শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে কিং খানের। কিন্তু আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে পরিষদ জানিয়েছে, শ্যুটিং করতে পারবেন না শাহরুখ। তারা শাহরুখের ছবির পোস্টার জ্বালিয়ে দিয়েছে। গুজরাতে শাহরুখের ছবির শ্যুটিংয়ের অনুমতি বাতিল করুন ডিস্ট্রিক্ট কালেক্টর, দাবি জানিয়েছে তারা। দাবি না মানা হলে শ্যুটিং ভেস্তে দেওয়ার হুমকি দিয়েছে পরিষদ। গতকাল ২০-৩০ জন পরিষদ কর্মী জেলা প্রশাসনের অফিসারদের কাছে স্মারকলিপি দিয়ে শ্যুটিংয়ের অনুমতি প্রত্যাহারের দাবি জানায়। আজ তারা ডিস্ট্রিক্ট কালেক্টরের কার্যালয়ের বাইরে স্লোগান সহ বিক্ষোভ দেখায়।গুজরাত পরিষদের সাধারণ সম্পাদক রনছোড় ভারওয়াড় বলেন, যে দেশ তাঁকে সুনাম-খ্যাতি দিয়েছে, সে দেশে থেকে শাহরুখ অস্তিত্বহীন অসহিষ্ণুতার কথা বললে তাঁকে পরিষদ কখনও ক্ষমা করবে না। এটা উনি মনে রাখুন।কিছুদিন আগে পরিষদের আন্তর্জাতিক ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ টোগাড়িয়া দেশে অসহিষ্ণুতার আবহ বিদ্যমান, নিরাপত্তার অভাব রয়েছে বলায় শাহরুখ খান, আমির খান-দুজনকেই তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, দুই অভিনেতারই কোনও ভালবাসা নেই দেশের প্রতি। নয়ত দেশের সম্পর্কে এমন মন্তব্য করতে পারতেন না! শাহরুখের পোস্টার ছিঁড়ে দেয়।অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের সাম্প্রতিক ঝড় তোলা মন্তব্যের জন্যই তাঁর প্রতি এত বিরূপ পরিষদ। শাহরুখ বলেছিলেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অসহিষ্ণুতা চোখে পড়ছে। পাল্টা তাঁকে নিশানা করে পরিষদ, বিজেপির কিছু নেতা-নেত্রী। পরে শাহরুখ দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু তারপরও তাঁর প্রতি ক্ষোভ বিন্দুমাত্র কমেনি পরিষদের, তারই ইঙ্গিত মিলছে। ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট