খবরইন্ডিয়াঅনলাইনঃ ভ্লাদিমির পুতিনকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। মার্কিন রাজস্ব বিভাগের কর্মকর্তা এডাম সুবিন বলেছেন, ভ্লাদিমির পুতিনের নীতিমালার কারণে তার মিত্ররা ধনী হওয়ার সুযোগ পাচ্ছেন এবং তিনি বিরোধীদের কোণঠাসা করতে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন।এডাম সুবিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগীদের ওপরে ইতোমধ্যেই অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই প্রথমবার সরাসরি পুতিনকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার কথা ভাবা হচ্ছে। বিবিসির এক অনুসন্ধানে মার্কিন রাজস্ব বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘যেসব কথা বলা হচ্ছে, তারা এর কোনোটিরই উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না। কারণ এর পুরোটাই কল্পকথা।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যে ধরনের অভিজাত জীবনযাপন করেন, তা কেবল অত্যন্ত ধনী মানুষের পক্ষেই সম্ভব। এমনকি রাশিয়ার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পুতিনের গোপন শেয়ার আছে বলে এক রুশ সাংবাদিক দাবি করেছেন।বিবিসির সাংবাদিকের সঙ্গে আলাপকালে স্টানিস্লা বেলকভস্কি নামে ওই রুশ সাংবাদিক বলেন, ‘পুতিনের অন্তত ৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে।’ তিনি ব্যক্তিগতভাবে এটি নিশ্চিত যে, ইউরোপের অন্যতম একজন ধনী ব্যক্তি পুতিন।
মার্কিন রাজস্ব বিভাগ পুতিনকে বিদ্রুপ
বুধবার,২৭/০১/২০১৬
761