গতকাল আনন্দ দিশারী পত্রিকার সম্পাদক প্রতিমা চক্রবর্তী ( ৯৬ ) প্রয়াত হলেন নিজের বাসভবনে। পুত্র পূর্ণেন্দু চক্রবর্তী দৈনিক স্টেটসম্যান পত্রিকার ক্রীড়া সাংবাদিক। প্রতিমা চক্রবর্তী পাঠক মহলে খুব নাম করা একজন গুণমুগ্ধ লেখিকা ছিলেন। এলাকায় শোকের ছায়া।
খবরইন্ডিয়াঅনলাইন পত্রিকার পক্ষ থেকে ওনার আত্নার শান্তি কামনা করি।
প্রয়াত সম্পাদক প্রতিমা চক্রবর্তী
মঙ্গলবার,২৬/০১/২০১৬
898