৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ


রবিবার,২৪/০১/২০১৬
632

বিশ্ব হিন্দু পরিষদের সভাস্থলের বাইরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে ৫১২ নম্বর জাতীয় সড়কে এক চলন্ত অ্যাম্বাসেডরের ধাক্কায় গুরুতর জখম হল ৮ বছরের এক স্কুল ছাত্রী। আহত ছাত্রীর নাম কনিকা রায়। বাড়ি গঙ্গারামপুর থানার বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুরে। ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে ৫১২ নম্বর জাতীয় সড়ক।
জানা যায়, গঙ্গারামপুর থেকে বালুরঘাটগামি এক অ্যাম্বাসেডরের চাকার নীচে পিষ্ট হয় ৮ বছরের স্কুল পড়ুয়া। এর পর ক্ষিপ্ত জনতা দীর্ঘক্ষণ অবোরধ করে রাখে জাতীয় সড়ক। প্রায় দেড় ঘণ্টা পুলিশি চেষ্টায় অবশেষে অবরোধ উঠলে স্বাভাবিক হয় পরিস্থিতি। বর্তমানে আহত ছাত্রী মালদা মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় ঘাতক গাড়ির নাম্বারে লিখিত অভিযোগ দায়ের হয় গঙ্গারামপুর থানায়। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট