দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড হলো চলচ্চিত্র শিল্পে সরকারের সর্বোচ্চ সম্মান। প্রতি বছর একজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ী নির্বাচন করে একটি জুরি বোর্ড। এই বোর্ডে এবার বিচারক মনোনীত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি দায়িত্বটি নিতে এরই মধ্যে সম্মতিও জানিয়েছেন। গত ১৬ জানুয়ারি রুনার হাতে আয়োজক দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো অনুরোধের চিঠিটি আসে। চিঠিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনটির ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার। চিঠিতে রুনাকে বলা হয়েছে, ‘আপনার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’ এ বিষয়ে রুনা বলেন, ‘আমি জুরি সদস্য হতে সম্মতি জানিয়েছি শনিবার। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’ ১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লক্ষ টাকা প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল। এ পর্যন্ত কীর্তিমান শিল্পীদের মধ্যে অনেকে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিলীপ কুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ভূপেন হাজারিকা, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব আনন্দ, রাজ কাপুর, প্রাণ, গুলজার, শশী কাপুর প্রমুখ।
(Refurbished) Nokia 2660 Flip 4G Volte keypad Phone with Dual SIM, Dual Screen, inbuilt MP3 Player & Wireless FM Radio | Red
₹3,645.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)boAt Bassheads 100 in Ear Wired Earphones with Mic(Black)
₹299.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)(Refurbished) Dell Intel 6th Gen Core i5 Desktop (16GB RAM/1 TB HDD/128SSD /Windows 10 Pro/MS Office/Intel Integrated Graphics,Black)Optiplex 5040
Now retrieving the price.
(as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)