প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। আজ তৃতীয় রাউন্ডে আমেরিকান অবাছাই লরেন ডেভিসকে ৬-১, ৬-৭, ৬-০ গেমে হারিয়ে শেষ ষোলতে পৌঁছেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই এ রুশ তারকা। বৃষ্টির কারণে বাইরের কোর্টে খেলা বন্ধ থাকলে রড লাভের এরিনার ছাদের নিচে তাদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়
কোয়াটার ফাইনালে শারাপোভা
শুক্রবার,২২/০১/২০১৬
725