কেতুগ্রামে রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের উপর হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে ধিক্কার মিছিল


বৃহস্পতিবার,২১/০১/২০১৬
779

বুধবার জনসভা থেকে ফেরার পথে বর্ধমানের কেতুগ্রামে রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের উপর হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে পরপর দু জায়গায় ধিক্কার মিছিলে সামিল হল সিপিআইএমের কালিয়াগঞ্জ লোকাল কমিটি। এদিন বৃহস্পতিবার বিকেলে প্রথমে ধনকৈল হাট থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয়ে হরিহরপুর, নাংরা কালীবাড়ি হয়ে ফের হরিহরপুরে এসে শেষ হয়। এরপরেই হরিহরপুরে পথ সভার আয়োজন করা হয় সিপিআইএমের তরফে। পথসভায় বক্তব্য রাখেন, সিপিআইএমের জোনাল সম্পাদক দেবব্রত সরকার, জেলা কমিটির সদস্য দেবাশিষ পাট্টাদার, চারটি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চল লোকাল কমিটির সম্পাদক শিবাজি প্রসন্ন রায় সহ প্রমুখ। অপরদিকে এদিন সন্ধ্যে নাগাত বিবেকানন্দ মোড় থেকে সিপিআইএমের ধিক্কার মিছিল সুকান্ত মোড় এলাকায় এসে শেষ হয়।
হরিহরপুরে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের জেলা কমিটির সদস্য দেবাশিষ পাট্টাদার বলেন, গোটা রাজ্য জুড়ে প্রতিনিয়ত মানুষের গনত্রান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে, সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমরা লক্ষ করছি পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। যার ফলে আগামীতে সমস্ত আক্রান্ত মানুষদের সংগঠিত হয়ে আন্দোলনে সামিল হতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট