অভিনেতা সলমন খান চিন্তায় পড়লেন


বৃহস্পতিবার,২১/০১/২০১৬
689

বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আর এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এস এল পি) দায়ের করবে মহারাষ্ট্র সরকার। রাজ্য সরকারের আইনজীবীদের ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে আইন এবং বিচার দপ্তর।

ঠিক এই কারণেই নিজের জন্মদিনে বান্ধবী লুলিয়া ভান্টুরের সঙ্গে বাগদানের ঘোষণাটি শেষ পর্যন্ত করেননি।

২০০২ সালের সেপ্টেম্বরে বান্দ্রা বেকারির সামনে সলমনের  গাড়ি ফুটপাথে উঠে গেলে প্রাণ হারান এক পথবাসী। জখম হন চার জন। সেই মামলায় দোষী সাব্যস্ত করে গত মে মাসে সলমনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি। তদন্তে ফাঁক রয়েছে জানিয়ে ১০ ডিসেম্বর তাকে বেকসুর খালাস করেন বম্বে হাইকোর্টের বিচারপতি এ আর যোশি।

হাইকোর্টের রায়দানের ৯০ দিনের মধ্যে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে সরকার। সলমন মামলায় এবার সেই পদক্ষেপই নিচ্ছে দেবেন্দ্র ফড়নবিশের সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট