বাসোলোনার জয়, মেসি ছাড়াই


বৃহস্পতিবার,২১/০১/২০১৬
742

মেসিকে ছাড়াই দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ কাপের সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেলো বার্সেলোনা।

অ্যাথলেটিকোর মাঠ সান মামেসে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেইমার ও মুনির এল হাদ্দাদির গোলে বিলবাওকে হারিয়েছে কাতালানরা। নেইমার-মুনির এদিন চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি সুয়ারেজ। বার্সেলোনার আক্রমণের মূল দায়িত্ব ছিল তাই নেইমারের কাঁধে।

ম্যাচের শুরুতে অ্যাটলেটিকো সমানে সমান খেলতে থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। অষ্টাদশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মুনির। ডান দিক থেকে রাকিতিচের দারুণ ক্রসে পা বাড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করে তরুণ এই ফরোয়ার্ড। ৪৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়দের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের ৮৯তম মিনিটে ব্যবধান কমান অ্যাটলেটিকো ফরোয়ার্ড আদুরিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট