বালুরঘাটে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পরিবারকে পাট্টা প্রদান করা হল


বুধবার,২০/০১/২০১৬
684

বালুরঘাট ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ২৮৬ জন ভূমিহীন পরিবারের মধ্যে পাট্টা প্রদান করা হল। বুধবার বালুরঘাট ব্লক অফিস একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভূমিহীনদের পাট্টা বিলি করা হয়। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক(ভূমি সংস্কার) সুদীপ্ত ভট্টচার্য। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিডিও শুভ্রজিৎ গুপ্ত, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় সহ অন্যান্য বিশিষ্ট জন। মুলত কৃষি উপযোগী এমন ২১ একর জমির পাট্টা দেওয়া হয় দুঃস্থদের হাতে। যাতে করে সেই জমিতে ফসল ফলিয়ে তারা জীবন যাপন করতে পারে।
অতিরিক্ত জেলা শাসক(ভূমি সংস্কার) সুদীপ্ত ভট্টচার্য জানিয়েছেন, জেলার মোট ৫৮০ জনকে পাট্টা বিলি করা হল। তার মধ্যে শুধু বালুরঘাট ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ২৮৬ জন ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হল। বিধানসভা নির্বাচনের আগে জেলার আরও ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে বলে তিনি জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট