শুধুমাত্র আইন প্রয়োগ করে দেশ থেকে মাদক রোধ করা সম্ভব নয়। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। সমাজ সচেতনতাই পারে যুবক সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে। সবার একাগ্রতাই দেশ থেকে মাদক নির্মূল করতে পারে। সমাজ সচেতনতার মাধ্যমে শিক্ষিত ছেলে-মেয়েদের বেশি কৌশলী হতে হবে। সচেতন থাকলে তাদের সামনে একজন বাবা ও ভাই কিংবা অন্য কেউ সহজে সিগারেট বা মাদক গ্রহণ করতে পারবে না। পুলিশকে কাজ করতে হবে মাদকের উৎস বন্ধ করতে। পুলিশ সেটি করছেও। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো বেশি শক্তিশালী হতে হবে, যাতে আগামী দিনে দেশ থেকে মাদক নির্মূল হয়। পুলিশের কাজ হচ্ছে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। তারা তো বিচারের কাজ করে না। অপরাধীরা আদালত থেকে ছাড়া পেয়ে গেলে পুলিশের কী করার আছে? তবে মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন হওয়ার দরকার আছে। আর স্কুল-কলেজের ছেলেমেয়েদের মাদক সম্পর্কে বেশি বেশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া উচিত। |