দক্ষিণ দিনাজপুর জেলার তপনের মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দাড়ানোকে কেন্দ্র করে ফের একবার তৃণমূলের অন্দরের ব্যাপক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। নির্বাচনে তৃণমূলের সিম্বল নিয়ে গোঁজ প্রার্থী হয়ে দাঁড়ানোয় সাত তৃণমূল কংগ্রেস কর্মীকে দল থেকে বহিষ্কার ও দুই তৃণমূল নেতাকে শো-কজ করতে চলেছে তপন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। দল বিরোধী কাজ করার জন্য এই সিধান্ত বলে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন রায় জানিয়েছেন। তবে কাদের কাদের বহিষ্কারের সিধান্ত নিয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি।
জানা গেছে, আগামী ২৪শে জানুয়ারী তপনের মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৯ জন প্রার্থীর নাম আগেই ঘোষনা করা হয়েছে। তার কিছু দিন পর গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন রায় জানতে পাড়েন তপনের কয়েকজন তৃণমূল নেতার উষ্কানিতে দলের সিম্বল নিয়ে গোঁজ প্রার্থী দেওয়া হয়েছে। ওই নয় জন গোঁজ প্রার্থীকে তাদের মনোনয়ন পত্র তুলে নিতে বলা হলে দু’জন তুলে নেয় অথচ সাতজন তারা তাদের মনোনয়ন পত্র তোলেন না। এরপর পর তপন ব্লক কমিটি সিধান্ত নেয় ওই সাতজনকে বহিষ্কার করার সিধান্ত নিয়েছে। এ বিষয়টি জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন রায় জানিয়েছেন।
একের পর এক গোষ্ঠী কোন্দলের জের কি আসন্ন বিধানসভায় পরবে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে প্রাথী নিয়ে গোষ্ঠী কোন্দল
বুধবার,২০/০১/২০১৬
726