মাটির নিচে বিলাসবহুল হোটেল চিনে


মঙ্গলবার,১৯/০১/২০১৬
892

তিয়ানমেনশান পর্বতের পাদদেশে একটি পরিত্যক্ত জলের লেকের পাশে নির্মাণ করা হচ্ছে ১০০ মিটার গভীর বিলাসবহুল পাঁচ-তারা হোটেল।

৩৪৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই হোটেল নির্মাণ করা হচ্ছে চীনের সোংজিয়াং জেলায়, ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠান অ্যাটকিন্স এই হোটেলটির নকশা করেছে। এতে রয়েছে ৩৮০টি কক্ষ এবং এটি ১৯ তলা বিশিষ্ট যার মধ্যে দুটি তলা জলের তলদেশে নিমজ্জিত।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল শিমাও চারপাশে রয়েছে পার্বত্য ল্যান্ডস্কেপ যেখানে হোটেলে থাকা অতিথিরা পর্বতারোহণ এবং পাদদেশে থাকা লেকে স্কেটিং উপভোগ করতে পারবেন। অতিথিদের জন্য ২০১৫ থেকে এই হোটেলটি উন্মুক্ত করা হবে বলে আশা করেন নির্মাতারা। এবং এই হোটেলে থাকতে অতিথিদের প্রতি রাতে ব্যয় করতে হবে অন্তত ২০০ ডলার।

জলের তলদেশে থাকা দুটি তলা নির্মাণ করা হচ্ছে অ্যাকুরিয়াম গ্লাস দ্বারা যা মূলত একটি নিমজ্জিত রেস্টুরেন্ট। যেখান থেকে অতিথিরা জলের তলদেশের দৃশ্য উপভোগ করতে পারবেন। অন্যান্য হোটেলের মতো এখানে রয়েছে সুইমিং পুল, স্পোর্টস সেন্টার, ব্যুফে এবং কনফারেন্স সেন্টার। প্রাকৃতিক ভূ-দৃশ্যবলির সম্মিলনে পরিবেশবান্ধবভাবে এর নকশা করেছে অ্যাটকিন্স এবং সেভাবেই এটি স্থাপন করা হচ্ছে।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট