পরিতোষ বর্মণঃ শ্রমিক মেলায় মঞ্চে চার জেলার আই এন টি টি ইউ সি’র জেলা সভাপতিদের না ডাকায় মন্ত্রী ও জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি’র সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেলা প্রাঙ্গনে। বিক্ষোভকারীদের সামলাতে শেষ পর্যন্ত ময়দানে নামে শ্রম দফতরের আধিকারিকরা। উত্তেজিত আই এন টি টি ইউ সি’র কর্মীদের কাছে ভুল হয়ে গেছে এই বলে ক্ষমা চাইলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এর পর মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার আই এন টি টি ইউ সি’র সভাপতিদের মঞ্চে ডাকা হয়। ততক্ষণে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী ও জেলা শাসক তাপস চৌধুরী।
রবিবার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলার শ্রমিকদের নিয়ে বালুরঘাট মহাবিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে শ্রমিক মেলা – ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে। মেলার শুভ উদ্ধোধনের কথা ছিল শ্রম মন্ত্রী মলয় ঘটকের। বিশেষ কারণ বশত তিনি আসতে না পারায় শ্রমিক মেলার শুভ উদ্ধোধন করেন পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। মেলার শুভ আরোম্ভের পরেই মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে থাকে আই এন টি টি ইউ সি’র কর্মীরা। তাদের অভিযোগ যাদের নিয়ে এই মেলা সেই সব শ্রমিক সংগঠনের কোন সভাপতি বা নেতৃত্বকে মঞ্চে ডাকা হল না কেন। তাদের মঞ্চে ডাকতে হবে ও সম্মানিত করতে হবে, তা না হলে তারা এই শ্রমিক মেলা বয়কট করবেন এই দাবীতে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি কোন আধিকারিক। উল্টে খবরটি প্রকাশ করতে নিষেধ করেন।
শ্রমিক মেলা
রবিবার,১৭/০১/২০১৬
779