পরিতোষ বর্মণঃ শুক্রবার বালুরঘাট পৌরসভা ও পৌর কর্মচারী অয়াসোসিয়েশনের উদ্যোগে শহরের সুরেশরঞ্জন পার্কে অনুষ্ঠিত হল ফুল মেলা ২০১৬। এদিন বিকেলে মেলা শুভ সূচনা করেন পূর্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক তাপস চৌধুরী, বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল, মেম্বার ইন কাউন্সিল দেবজিৎ রুদ্র, পৌরসভার কাউন্সিলাররা সহ অন্যান্য বিশিষ্টজন। ফুল মেলার পাশাপাশি মেলা প্রাঙ্গনে শুরু হয় চিত্র প্রদর্শনী। আগামী ১৭ই জানুয়ারী অবধি চলবে এই ফুল মেলা। প্রদর্শনীর জন্য এই বারের মেলায় প্রায় ২০ রকমের ফুলের গাছ আনা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
বালুরঘাট পৌরসভার উদ্যোগে ফুলমেলা – ২০১৬
শুক্রবার,১৫/০১/২০১৬
698