পরিতোষ বর্মণঃ ১৭ থেকে ২০ জনের সশস্ত্র দুষ্কৃতি দল একটি সোনার দোকানে অবাধে লুঠপাঠ চালালো। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার লোহাগঞ্জ এলাকায়। দোকান মালিক ও কর্মচারীদের আটকে রেখে লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা। সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার সোনা ও রুপার গহনা নিয়ে বোমা বাজি করতে করতে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনায় কুশমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক মাধব সরকার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ মাধব সরকার দোকান বন্ধ করার আগে হটাৎ ১৭ থেকে ২০ জনের সশস্ত্র দুষ্কৃতি হানা দেয়। কিছু বুঝে ওঠার আগে দোকানের কাঁচ ভেঙে সোনা ও রুপার গয়না, ক্যাশে থাকা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। যাওয়ার পথে ২০ থেকে ২২টি বোমাবাজি করে দুষ্কৃতিরা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
অন্যদিকে আজ সকালে গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকায় চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় এলাকাবাসিরা তাদের আটকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সশস্ত্র দুষ্কৃতি দল সোনার দোকানে লুঠপাঠ চালালো
বুধবার,১৩/০১/২০১৬
679