বালুরঘাট শহরে ব্রীজের কাজ দেখে গেলেন বিধায়ক শঙ্কর চক্রবর্তী


মঙ্গলবার,১২/০১/২০১৬
728

পরিতোষ বর্মণঃ    বালুরঘাট শহরের স্ট্রীট কর্ণার এলাকায় গ্যারিটি ব্রীজের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এলেন পূর্তমন্ত্রী তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক শঙ্কর চক্রবর্তী সহ পূর্ত দফতর, বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। পূর্তমন্ত্রীর শিল্যানাসের এক বছরের মধ্যেই গ্যারিটি ব্রীজের কাজ প্রায় শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬শে জানুয়ারী নির্ধারিত দিনে ব্রীজটি জেলাবাসির জন্য খুলে দেওয়া হবে বলে পূর্তমন্ত্রী জানান। এদিন এর পাশাপাশি মন্ত্রী শহরে নির্মীয়মাণ ফুটপাথ রেলিং ব্যারিকেট ও শহরের ম্যাস্টিক রোডের কাজ পরিদর্শন করেন।তিনি জানান শহরের ফুট ওভার ব্রীজ থেকে গ্যারিটি ব্রীজ সহ শহরের পূর্ত দফতরের অধীন সমস্ত রাস্তা নির্মাণে দ্রুত গতিতে কাজ করছে পূর্ত দফতর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট