পরিতোষ বর্মণঃ ঘরে আগুন লেগে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম লিলিয়া ভুঁইয়া। ঘটনায় আহত হয়েছেন লিলিয়া ভুঁইয়ার স্বামী গোপাল ভুঁইয়া। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দক্ষিণ বড়ম এলাকার ভুঁইয়াপাড়ায়। আহত গোপাল ভুঁইয়া বর্তমানে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কি থেকে ঘরে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে স্থানীয় এলাকাবাসি ও পুলিশের মধ্যে। তবে পুলিশের প্রাথমিক অনুমান উনুনের আগুন থেকেই ঘরে আগুন লাগে।
স্থানীয় এলাকাবাসিরা গতকাল রাত ১১ টার দিকে হটাৎ আগুন দেখতে পায়। বিষয়টি জানাজানি হতেই ছুটে আসে তারা। সেই সময় স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়েছিল। আগুন নেভানোর পর তাদের উদ্ধার করে স্থানীয়রা। ততক্ষনের অগ্নিদগ্ধ হয়ে মারা যান লিলিয়া ভুঁইয়া। আগুনে পুড়ে যায় বাড়ির সব আসবারপত্র।
ঘরের মধ্যে আগুন লেগে মৃত্যু হল মহিলার
মঙ্গলবার,১২/০১/২০১৬
723