খবরইন্ডিয়াঅনলাইনঃ কর ফাকি এবং অর্থ জালিয়াতির অভিযোগে সোমবার কাঠগড়ায় দাঁড়িয়েছেন স্পেনের রাজকন্যা । আর একারণে দেশটির রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে মামলায় মোকদ্দমায় আদালতের মুখোমুখি হচ্ছেন রাজা ফিলিপের বোন ক্রিস্টিনা (৫০)।
তিনি তার স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। আর পুরো বিষয়টিতে স্পেনের রাজপরিবার ব্যাপক বিব্রত অবস্থায় পড়েছে। কেননা এর আগে কখনও তাদের পরিবারের কোনো সদস্য সম্পর্কে এমন অভিযোগ ওঠেনি। আর কেউ কাঠগড়াতেও দাঁড়ায়নি।
এই রাজকন্যার বর ইনাকি উরদাগারিন সরকারি তহবিল থেকে ৫৫ লাখ ইউরো আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর রাজকন্যা তার স্বামীকে এধরনের অন্যায় কাজে সহযোগিতা করেছেন বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছে। কেননা রাজকন্যা সেসময় সরকারি তহবিল বোর্ডের সদস্য ছিলেন ।
তারা দুজনেই কর ফাকি দিতে নিজেদের আয় কম দেখিয়েছেন এবং অনেক তথ্য গোপন করেছেন। সোমবার আদালতে এই অভিযোগ প্রমাণিত হলে এবং রাজকন্যা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে তার আট বছর কারাদণ্ডও হতে পারে।
এদিকে রাজকন্যাতার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরণের অভিযোগ মিথ্যা।