বালুরঘাটে নির্যাতিতার বাড়িতে গেলেন কংগ্রেস নেতৃত্ব


সোমবার,১১/০১/২০১৬
657

পরিতোষ বর্মণঃ    বালুরঘাট শহরের খাদিমপুর তালতলা এলাকার ক্লাস নাইনের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক মহিলা সহ মোট পাঁচজনকে আজ দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলে পুলিশ। আদালতের কাছে পুলিশি হেফাজতের আর্জি জানালে বিচারক ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে গতকাল রাতেই নির্যাতিতা ওই কিশোরীকে মালদা একটি সরকারী মহিলা হোমে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
অন্যদিকে রবিবার নির্যাতিতা কিশোরীর খাদিমপুর তালতলার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব ও কুমারগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়িকা মাফুজা খাতুন। জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন বিকেলে নির্যাতিতা কিশোরীর ঠাকুমার হাতে দু’হাজার টাকা তুলে দেওয়া হয়। এমনকি আইনত সব রকম সহয়তা করবে জেলা কংগ্রেস বলে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি নীলাঞ্জন রায় জানান। জেলা কংগ্রেসের পাশাপাশি বামফ্রন্টের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়িকা মাফুজা খাতুন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি নীলাঞ্জন রায় বলেন, এত বড় ঘটনা ঘটলেও পুলিশের ভুমিকা নকারজনক। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি তোলেন। এর পাশাপাশি ওই কিশোরীর পড়াশুনা ও শারীরিক চিকিৎসার জন্য প্রশাসনের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন সুবিচারের আশায় আগামীকাল তিনি নির্যাতিতার পরিবারকে নিয়ে জেলা পুলিশ সুপারের দারস্থ হবেন।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট