বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের শ্রীপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে সংবাদপত্র বহনকারী সুমোর সঙ্গে পাথর বোঝায় লড়ির মুখোমুখি সংঘর্ষে সুমোর চালক সহ মৃত তিন, আহত আরও বেশ কয়েকজন। স্থানীয় সুত্রের খবর, এদিন শুক্রবার ভোরে শিলিগুড়ি থেকে মালদাগামী যাত্রী বোঝায় একটি সংবাদপত্র বহনকারী সুমোকে উল্টো দিক থেকে আসা ১০ চাকার লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় ভজনলাল মাহাতো ও রুকেশ পাণ্ডে নামে সুমোর দুই যাত্রী । এই দুর্ঘটনায় আহত মোট চারজনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাবার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমোর চালক মলয় কুমার দাস। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করে বিক্ষোব দেখান স্থানীয় বাসিন্দারা। পড়ে পুলিশ এসে স্থানীয় বাসিন্দারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর পথ অবরোধ উঠে যায়।
উত্তর দিনাজপুর জেলার ইটাহারে পথ দুর্ঘটনায় মৃত তিন
শুক্রবার,০৮/০১/২০১৬
779