বাসোলোনার দুর্দান্ত জয় পেল

 

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   নেইমারদের দুরন্ত ফুটবলে ছন্দপতন ঘটনোর চেষ্টা করে গেল এসপানিওল। কিন্তু আটকানো যায়নি দুর্দান্ত ফর্মে থাকা এই দুই তারকাকে। অসাধারণ এক জয় নিয়ে তাই মাঠ ছেড়েছে বার্সেলোনা।কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।এ জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রাখলো লুইস এনরিকের দল। আগামী বুধবার এসপানিওলের মাঠে হবে ফিরতি লেগ।হলুদ আর লাল কার্ডের ছড়াছড়ির ম্যাচে এসপানিওল মোট ৯টি হলুদ আর দুটি লাল কার্ড দেখে। হলুদ কার্ডের খাড়ায় পড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেস ও নেইমার। স্বাগতিকদের হলুদ কার্ড পাওয়া আরেক জন হলেন জেরার্দ পিকে।

নিজেদের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। বল পায়ে ঢুকে পড়েছিলেন নেইমার, কিন্তু দ্রুত এগিয়ে এসে বাধা হয়ে দাঁড়ান এসপানিওল গোলরক্ষক।দুই মিনিট বাদেই এগিয়ে যায় এসপানিওল। মাঝমাঠে দানি আলভেসের থেকে বল কেড়ে নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিও ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে বল বাড়ান ফেলিপে কাইসাদোকে। ১৬ গজ দূর থেকে নির্ভুল শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার।অতিথিদের এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি; দলের সেরা তারকার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দারুণ দলগত প্রচেষ্টার আক্রমণটির শুরু লুইস সুয়ারেসের পা থেকে। তার বাড়ানো বল নেইমার ধরে পাস দেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। বহুদিনের এই সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি।

২৪তম মিনিটে পেনাল্টি পেতে পারতো বার্সেলোনা। ডি বক্সে ঢুকে পড়েছিলেন নেইমার, কিন্তু বল নিয়ন্ত্রণে নেওয়ার আগ মুহূর্তে তাকে ফেলে দেন স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের লোপেস। তবে তা রেফারির চোখ এড়িয়ে যায়।৪৪তম মিনিটে মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে টানা চারবারের বর্ষসেরা তারকার -কিকটি শেষমুহূর্তে বাঁক খেয়ে পোস্টে লেগে ভিতরে ঢুকে যায়।এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৪টি ফ্রি-কিক থেকে মেসির এটা চতুর্থ গোল।দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জেরার্দ পেকে। মেসির কোনাকুনি পাস পেয়ে সহজেই গোলটি করেন স্পেনের এই ডিফেন্ডার।৬০তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো মেসির, কিন্তু নেইমারের আড়াআড়ি পাসে ঠিকমতো পা লাগাতে পারলেন না এবারের ফিফা ব্যালন ডি’অরের শক্ত দাবিদার। এর খানিক পর গোলের সুযোগ হারান নেইমার নিজেই।

৬৬তম মিনিটে দানি আলভেসের বদলি হিসেবে মাঠে নামেন এ মৌসুমেই কাম্প নউয়ে যোগ দেওয়া আলেইশ ভিদাল। গত নে বার্সেলোনায় নাম লেখালেও ফিফার নিষেধাজ্ঞার কারণে এতদিন মাঠে নামতে পারেননি। একই কারণে এতদিন খেলতে না পারা আরেক মিডফিল্ডার তুরস্কের আর্দা তুরান এ দিন ম্যাচের প্রথম একাদশেই ছিলেন।৭২তম মিনিটে বড় ধাক্কাটি খায় এসপানিওল; দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পারাগুয়ের মিডফিল্ডার হের্নান পেরেস। শুরু থেকেই একের পর এক ফাউল করা দলটি এর তিন মিনিট পরে নেমে যায় নয় জনে। সরাসরি লাল কার্ড দেখেন সেনেগালের মিডফিল্ডার দিয়োপ।৮২তম মিনিটে বারও গোলের সহজ সুযোগ হারায় বার্সেলোনা। বাঁদিক থেকে সুয়ারেসের আড়াআড়ি পাসে শুধু পা লাগালেই গোল পেতে পারতেন নেইমার, কিন্তু পারলেন না।

৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। মেসির সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ভলিতে বল জড়ান এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৪ গোল করা নেইমার।যোগ করা সময়ের শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণের আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু আরও নিশ্চিত হতে নিজে শট না নিয়ে তিনি বল বাড়ান সুয়ারেসকে।

admin

Share
Published by
admin

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

5 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

5 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

5 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago