খবরইন্ডিয়াঅনলাইনঃ বিশ্ব যখন ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের হামলার আশংকায় তটস্থ, তখন বিস্ময়কর তথ্য দিয়েছেন এক জার্মান সাংবাদিক। জার্গেন টডেনহোফার নামে ওই সাংবাদিকের ১০ দিন কেটেছিল আইএস জঙ্গিদের সঙ্গে। ওই অভিজ্ঞতা তুলে ধরে তিনি একটি বইটি লিখছেন। জার্গেন বলেন, বিশ্বের কোনো পরাশক্তিকেই ভয় করে না আইএস জঙ্গিরা। তারা শুধু ভয় পায় ইসরাইলকে। আর এর কারণ দেশটির অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেনাবাহিনী ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। সম্প্রতি জিউস নিউজ নামে একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে ওই সাংবাদিক বলেন, ইরাকের মসুলে এক তরুণ আইএস যোদ্ধা তাকে জানান, তারা ব্রিটিশ ও আমেরিকান কোনো সেনাদেরই ভয় পায় না। তাদের পরাজিত করতে পারবে বলে মনে করে আইএস যোদ্ধারা। তার তথ্য মতে, আইএস একমাত্র আইডিএফকে ভয় পায়। কারণ তারা প্রতিনিয়ত গেরিলা হামলা প্রতিহত করতে করতে এ ধরনের হামলা মোকাবেলায় সিদ্ধহস্ত এবং তাদের সমরাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ।
আইএস ভয় পায় একমাত্র ইসরাইলকে
বুধবার,০৬/০১/২০১৬
677