ফুটবলার নেইমারের সাথে বর্ণবাদী ব্যবহার করার অভিযোগ উঠল

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   বর্ণবাদ পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ইউরোপের দেশগুলোতে এই প্রচলন প্রকট। ইউরোপে লাতিন ফুটবলারদের প্রতি বর্ণবাদী আচরণ  খুব নিয়মিত ঘটনা। আফ্রিকান, লাতিন ফুটবলার এমনকি ইউরোপের ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও বর্ণবাদী আচরণ করে থাকে ইউরোপের দর্শকরা। পূর্ব ইউরোপের দেশগুলোতে এটা খুব প্রকট আকারে থাকলেও, পশ্চিম ইউরোপ তুলনামূলক কম।

এই বার নেইমারকে বার্সেলোনা ডার্বিতে এস্পনিওলের মাঠে শনিবার রাতে মাঠে নামে বার্সেলোনা। ওখানেই এস্পানিওল সমর্থকরা নেইমারকে উদ্দেশ্য করে বানরের মতো আচরণ করে। যা ফুটবলে ঘৃণিত বর্ণবাদী আচরণের সামিল বলে গণ্য করা হয়।

এ বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা লা লিগা কমিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বার্সা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা দাবি করেছেন, ম্যাচের প্রথমার্ধে, মাঠের একটা নির্দিষ্ট কোণ থেকে, একজন দর্শক নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল।  ম্যাচের প্রথমার্ধে নেইমার বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় স্বাগতিক সমর্থকেরা ব্রাজিল ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে বানরের মতো আওয়াজ করে।

এর আগেও একবার এমন আচরণের শিকার হয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। তাকে উদ্দেশ্য করে তো কলাও ছুড়ে মারা হয়েছিল। আলভেজ সেই কলা কুড়িয়ে নিয়ে খেয়ে ফেলে নীরব প্রতিবাদ করেছিলেন। বর্ণবাদী আচরণের ব্যাপকতার কারণে ফিফা ফেয়ার প্লের উদ্দেশ্যে সব সময়ই ‘বর্ণবাদকে না বলুন’ এই স্লোগান মনে করিয়ে দেয়।

ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘খেলার বাইরে কোনো কিছু নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যদি কথা বলি, তাহলে আমি সমালোচিত হবো। যদি নাও বলি, তারপরও আমার সমালোচনা হবে।’ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করিয়ে দিলেন, এক-দুজনের কারণে বাকি সমর্থকদেরও এমন বদনাম সহ্য করতে হয়, ‘এমন কিছু হয়ে থাকলে অবশ্যই তাদের শাস্তি দিতে হবে। সব এস্পানিওল সমর্থকই দোষী নয়। তবে যারা করেছে, তাদের এক এক করে খুঁজে বের করতে হবে।’

নেইমারের পাশাপাশি এস্পানিওল সমর্থকেরা ম্যাচজুড়ে উত্ত্যক্ত করে গেছেন লিওনেল মেসিকেও। স্প্যানিশ আদালতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে চলা কর ফাঁকির মামলার দিকে ইঙ্গিত করে দর্শকরা।

admin

Share
Published by
admin

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

4 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

4 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

4 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago