বিকাশ সাহাঃ এক সবজি ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হল দুই ছিনতাইবাজ। উড়িষ্যার বাসিন্দা ধৃত দুই ছিনতাইবাজের নাম সন্তোষ প্রধান ও কুমার দাস। এরা দুজনেই বর্তমানে রায়গঞ্জের রেল বস্তিতে বসবাস করত। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চৌরাস্তা মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় এক সবজি ব্যবসায়ী চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার সময় দুই ছিনতাইবাজ একটি মোটর বাইকে এসে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে গিয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষ ব্যবসায়ীর চিৎকার শুনে মোটর বাইকটিকে আটক করে। সেই সঙ্গে ছিনতাইবাজদের ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ছিনতাই বাজের মোটর বাইকে আগুন ধরিয়ে দেয় তাঁরা। ঘটনার খবর পেয়ে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে উত্তেজিত জনতার হাত থেকে আশঙ্কাজনক অবস্থায় দুই ছিনতাইবাজকে উদ্ধার করে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। মোটর বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লেও পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্তে নেমেছে ইটাহার পুলিশ।
ইটাহারে গণপিটুনির শিকার হল দুই ছিনতাইবাজ
শনিবার,০২/০১/২০১৬
788