বিকাশ সাহাঃ কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত খাস জমিতে যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তাঁদের হাতে এদিন বৃহস্পতিবার দুপুরে সেই জমির পাট্টা তুলে দেওয়া হয়। মোট ৫৯ জন কৃষকের হাতে পাট্টা তুলে দেওয়ার কথা থাকলেও এদিন মাত্র ৪২ জন কৃষকের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। বাঁকিদের বি এল আরও অফিস থেকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘরে পাট্টা দেওয়ার কাজ শুরু হয়। পাট্টা দান পর্বে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমন্ত মালিক, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ-সভাপতি রুস্তম আলি, বি এল আর ও দেবায়নী মিত্র, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ভুমি কর্মাধক্ষ এনামুল হক সহ প্রমুখ। খাস কৃষি জমির পাট্টা হাতে পেয়ে খুশি দীর্ঘদিন ধরে খাস জমিতে চাষাবাদ করে আসা কৃষকরা।
কালিয়াগঞ্জে খাস জমির পাট্টা কৃষকের হাতে তুলে দেওয়া হল
বৃহস্পতিবার,৩১/১২/২০১৫
747