খবরইন্ডিয়াঅনলাইনঃ জনপ্রিয় কমেডি অভিনেতা বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। তিনি ফিলাডেলফিয়ার একটি আদালত হাজিরা দিয়েছেন এবং ১০ লাখ ডলার ফি জমা দিয়ে জামিন নিয়েছেন। এর আগে সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে ২০০৪ সালে এক নারীকে চেতনানাশক ঔষধ খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েকজন নারী একই অভিযোগ এনেছেন। তার মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ পত্র।মামলার সরকারি কৌশুলী কেভিন স্টিল তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানিয়েছেন। স্টিল বলছেন, বিল কসবি ঐ নারীর বন্ধু ও মেন্টর। দুবার বিল কসবি তার প্রতি যৌন আগ্রহ প্রকাশ করেন। তবে ঐ নারী তাকে না বলেছিলেন। এর পর এক সন্ধায় তাকে ঔষধ খাইয়ে তাকে যৌন নির্যাতন করেন। কসবি স্বীকার করেছেন যে তিনি নারীদের ঘুমের ওষুধ দিতেন তবে সেটা তাদের অজান্তে নয়। আশির দশকে যুক্তরাষ্ট্রে ‘দ্য কসবি শো’ ছিল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং বিল কসবি ছিলেন বিনোদন জগতের এক দামি শিল্পী।
যৌন হয়রানির অভিযোগ বিল কসবির বিরুদ্ধে
বৃহস্পতিবার,৩১/১২/২০১৫
709